শিরোনাম
◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত ◈ ট্রাম্পের শুল্ক নীতির জবাবে ভারতে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা ◈ সংলাপ চলছেই, ঐকমত্য আটকে আছে শর্ত আর সংশয়ে ◈ ট্রাম্পের ৫ দিনের আলটিমেটাম: বাণিজ্য চুক্তি না হলে ৭০% শুল্কারোপের হুঁশিয়ারি ◈ আওয়ামী লীগ কার্যালয় পরিণত ‘ভুতুড়ে ভবনে’: গুলিস্তানে পরিত্যক্ত ভবনে মলমূত্রের দুর্গন্ধ, মাদক-জুয়ার আড্ডার অভিযোগ ◈ কোরিয়ায় 'লাভবাগ' আতঙ্ক: পোকার আক্রমণে নাজেহাল রাজধানী ◈ যা ঘটেছিল সেদিন, বর্ণনা দিলেন সেই এইচএসসি পরীক্ষার্থী ◈ পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড, পুলিশের সঙ্গে হাতাহাতি ◈ বাংলাদেশে ধর্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, প্রশ্নের মুখে রাষ্ট্রের ভূমিকা ◈ সরকারি চাকরিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সভায় বিদ্রোহীর হামলা, আহত ৭

দেশ রূপান্তর:[২] চট্টগ্রাম নগরের ডবলমুরিং সরাইপাড়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সভায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে সাতজন আহত হয়েছেন বলে অভিযোগে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।

[৩]স্থানীয় সূত্র জানায়, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি ও বিতর্কিত সরাইপাড়া ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাবের আহমেদ সওদাগর এবার আওয়ামী লীগের সমর্থন পাননি। সাবেরের পরিবর্তে আওয়ামী লীগ এবার সমর্থন দেয় তাদের ওয়ার্ড কমিটির আহ্বায়ক মো. নুরুল আমিনকে। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সাবের আহমেদও মনোনয়নপত্র জমা দেন।

[৪]তারা জানান, শুক্রবার বিকেলে ঝর্ণাপাড়া এলাকায় নিজ বাসার নিচে নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করছিলেন নুরুল আমিন। সন্ধ্যার দিকে সাবের আহমেদের নামে স্লোগান দিতে দিতে কয়েকজন তরুণ সেখানে গিয়ে হামলা করে। তবে বর্তমান কাউন্সিলর সাবের আহমদ বলেন, এ ঘটনার সঙ্গে তার ছেলে কিংবা কোনো কর্মী-সর্মথক জড়িত নয়। নুরুল আমিন নিজের কর্মী দিয়ে হামলার ঘটনা সাজিয়েছেন। যাতে আমাকে ফাঁসানো যায়।

[৫]সিএমপির উপপুলিশ কমিশনার ফারুকুল হক বলেন, সাবের আহমেদের ছেলের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আরেক প্রার্থী নুরুল আমিন। তাদের পাঁচ-সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে। আমরা মামলা করার জন্য বলেছি। মামলা দায়েরের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়