শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোহায় মার্কিন-তালেবান শান্তি চুক্তি স্বাক্ষর, নিমন্ত্রিত পাকিস্তান ও ভারত

ইমরুল শাহেদ : [২] ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানদের মধ্যে যে শান্তি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, তাতে সাক্ষী হিসেবে উপস্থিত থাকার জন্য পাকিস্তানের পর এবার ভারতকে নিমন্ত্রণ করেছে কাতার সরকার। সূত্র : ইয়ন

[৩] চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দোহায় রাষ্ট্রদূত কুমারান ভারতের প্রতিনিধিত্ব করবেন।

[৪] মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ২৯ ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

[৫] চুক্তি স্বাক্ষরকে সামনে রেখে আফগানিস্তানে সহিংসতা কমে গেছে। ইতোমধ্যে দেশটিতে সহিংসতার বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

[৬] বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ‘খুব শিগগিরই ইন্ট্রা-আফগান আলোচনা শুরু হবে। এই শান্তি চুক্তির ওপর ভিত্তি করেই দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী রাজনৈতিক রোডম্যাপ তৈরি হবে।’

[৭] এই বিবৃতিকে সমর্থন করে তালেবানরা বলেছে, ‘চুক্তি স্বাক্ষরের আগেই যুৎসই একটা নিরাপত্তা পরিস্থিতি সহনশীল রাখবে উভয় পক্ষই। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের উর্ধ্বতন প্রতিনিধিদের নিমন্ত্রণ করা হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে বন্দীরা মুক্তি পাবেন এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ইন্ট্রা-আফগান সমঝোতা তৈরিতে একটা কাঠামো নির্ণয় করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়