জেবা আফরোজ : [২] টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ব্যক্তিগত জীবন নিয়ে যতোই আলোচনা-সমালোচনা থাকুক না কেনো নেটিজেনরা এখনো তার রূপে মুগ্ধ। তবে এই অভিনেত্রী কারো ক্রাশ হলেও তিনিও কারো রূপে মুগ্ধ হন। তিনি হলেন বলিউড হার্টদ্রুব শাহিদ কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইট বার্তায় সেই ক্রাশের রিপ্লে পেয়ে আবেগ আর ধরে রাখতে পারেননি শ্রাবন্তী। ভক্তদের মাঝে সেই আবেগ শেয়ার করেন এই অভিনেত্রী।
[৩] গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) ৩৯ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। শহিদের জন্মদিনে বলিউডের তারকা থেকে শুরু করে তার ভক্তরাও উইশ করেছেন। আর সেই তালিকা থেকে বাদ যায়নি শ্রাবন্তীও। শাহিদকে টুইটারে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে মাই ফরএভার ক্রাশ!’
[৪] তবে শ্রাবন্তীর জন্মদিনের শুভেচ্ছা এড়িয়ে যাননি শাহিদ। বলিউউ এই অভিনেতা সময় করে শ্রাবন্তীকে জবাবও দেন। উত্তরে লেখেন, ‘থ্যাঙ্ক ইউ সো মাচ!’
[৫] শাহিদের সেই রিপ্লে আবার স্ক্রিন শট দিয়ে ইনস্টগ্রামে পোস্ট করেন শ্রাবন্তী। লিখেন, ‘স্বপ্ন সত্যি হলো, ধন্যবাদ শাহিদ কাপুর।’
[৬] বাস্তব জীবনে এখন শাহিদের সঙ্গে দেখা করে উঠা হয়নি শ্রাবন্তীর। নায়িকার হাতে শীঘ্রই সেই সুযোগ আসবে এমনটাই আশা করছেন শ্রাবন্তীর ভক্তরা।