শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার থেকে একদিনে ১৮০০মেট্রিকটন পেঁয়াজ আমদানি

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : [২] মিয়ানমার থেকে মঙ্গলবার একদিনে স্থানীয় ১১জন ব্যবসায়ীর কাছে ২৫টি ট্রলারে করে ১হাজার ৮০০দশমিক ৪৫২টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে।

[৩] চলতি ফেব্রুয়ারী মাসে২২দফায় মিয়ানমার থেকে নৌপথে ২৬হাজার২১০দশমিক ৬৫৪টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।তবে অন্যান্য বছরের তুলনায় চলতি অর্থবছরে (২০১৯-২০)পেঁয়াজের আমদানি অনেক বেশি।এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন।

[৪] তিনি বলেন,গত বছরের ২৯সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত।এরপর ৩০সেপ্টেম্বর মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০টন পেঁয়াজ আসে।এরপর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ১লাখ ২হাজার৬৮৪দশমিক ২৮৯টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।বর্তমানে মিয়ানমারের প্রতিটন পেঁয়াজের শুল্কায়ন ৭০০ ডলার।সকালে স্থানীয় ব্যবসায়ীহাশেমের ৩৫৬দশমিক ৪২৫;যদুবাবুর ২১৩দশমিক ৮৫৫;সেলিমের ১২৮দশমিক ৩১৬; কামরুলের ৮দশমিক ১৯০;নাসিরের ৭০দশমিক৫২১; সজিবের ২১৩দশমিক ৮৫৫; বাহদুরের ১৪২দশমিক ৫৭০;শুক্কুরের ৭৯দশমিক ৮১৫; মুহসিনের ৭১দশমিক ২৫৫;শওকতের ২৮৭দশমিক৫৭২; জব্বারের২২৮দশমিক৪৮টন পেঁয়াজ স্থলবন্দরে আসে।তিনি আরও বলেন,মিয়ানমার থেকে স্থানীয় ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানির পাশাপাশি অন্যান্য পণ্য বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।

[৪] এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন)জসিম উদ্দিন বলেন,আমদানি করা পেঁয়াজ দ্রুত সময়ে খালাস করা হচ্ছে।মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১৩৮টি পেঁয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়