শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিশরের ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক মারা গেছেন

মশিউর অর্ণব: [২] দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার কায়রোর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ইজিপ্ট টুডে, আল জাজিরা

[৩] হোসনি মোবারক ছিলেন মিশরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। ১৯৮১ সালের ১৪ অক্টোবর ক্ষমতা গ্রহণের পর ১১ ফেব্রুয়ারি ২০১১ পর্যন্ত মিশরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন করেন তিনি।

[৪] মিশরের জাতীয় সামরিক একাডেমী, বিমানবাহিনী একাডেমী এবং মস্কোর জেনারেল স্টাফ একাডেমীতে শিক্ষালাভ করেন তিনি। রাজনীতিতে প্রবেশের পূর্বে ১৯৭২ সালে তিনি মিশরীয় বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব নেন। তৎকালীন রাষ্ট্রপতি আনোয়ার আল সাদাত ১৯৭৫ সালে তাকে মিশরের উপ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন।

[৫] ১৯৮১ সালের ৬ই অক্টোবর আনোয়ার সাদাতকে একটি প্যারেডে হত্যা করা হলে মিশরের রাষ্ট্রপতির ক্ষমতায় আবির্ভূত হন হোসনি মোবারক।

[৬] দীর্ঘ তিন দশক ধরে ক্ষমতা আঁকড়ে রাখার পর ২০১১ সালের জানুয়ারিতে 'আরব বসন্ত' এর উত্তাল বিক্ষোভের ঢেউ মিশরে আছড়ে পড়লে, মাত্র ১৮ দিনের অভ্যুত্থানেই ক্ষমতাচ্যুত হন এই স্বৈরশাসক।

[৭] এর ঠিক চার মাস পরেই তাকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হয়। ২০১২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়া হলেও ৬ মাসের মধ্যে সেই রায় বাতিল হয়ে যায়। এরপর দীর্ঘদিন কায়রোর একটি সামরিক হাসপাতালে বন্দী অবস্থায় ছিলেন তিনি। ২০১৭ সালে মিশরের সর্বোচ্চ আদালত তাকে সকল অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়