ইয়াসিন আরাফাত : [২] দেশটির কর্ণাটকের ধারওয়াদ জেলার হুবলির বুদরশাহি গ্রামের একটি সরকারি স্কুলে এমন ঘটনা কীভাবে হল তা নিয়ে প্রশ্ন উঠছে। আনন্দবাজার, জি নিউজ, এনডিটিভি
[৩] সোমবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে গ্রামবাসীরা।
[৪] ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হুবলি রুরাল পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
[৫]পুলিশ কর্মকর্তা রমনা গৌরা বলেছেন, সোমবার সকালে স্কুলের প্রধানশিক্ষক স্কুলে পৌঁছলে তিনি দেখতে পান চক দিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা রয়েছে স্কুলের দেয়ালে। তারা বিষয়টি আমাদের জানিয়েছে। আমরা ঘটনাস্থলে পরবর্তী তদন্ত করা হয়েছে। দেয়ালের চারদিকেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা রয়েছে।
[৬] তিনি আরও জানান, কারা এমন কাজ করেছে তাদের পরিচয় জানতে স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। অন্যান্য স্কুলগুলোকে সগাজ থাকতে বলা হয়েছে এবং যথেষ্ট নিরাপত্তা বজায় রাখতে বলা হয়েছে।