রাশিদ রিয়াজ : [২] কার্ক ডগলাস নিজের ছেলে অভিনেতা মাইকেল ডগলাসকে একটি পয়সাও দিয়ে যাননি। এমনিতেই দানশীল হিসেবে খ্যাতি ছিল কার্ক ডগলাসের। গত ৫ ফেব্রুয়ারি ১০৩ বছরে পরলোকগমন করেন তিনি। মিরর/সান
[৩] ৫০ মিলিয়ন ডলার কার্ক দিয়ে গেছেন ডগলাস ফাউন্ডেশনকে। এ দান থেকে তাদের সাহায্য করা হবে যারা অন্যের সাহায্য ছাড়া চলতে পারেন না।
[৪] কার্ক ডগলাসের মোট সম্পদের পরিমান রয়েছে ৩শ মিলিয়ন ডলার।
[৫] বাকি অর্থ যাবে সেন্ট লরেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বৃত্তি, ওয়েস্টউডস সিনাই টেম্পল, কার্ক ডগলাস থিয়েটার ও লসএ্যাঞ্জেলেসের একটি শিশু হাসপাতালে।
[৬] ১৯১৬ সালের ৯ ডিসেম্বর কার্ক ডগলাস জন্মগ্রহণ করেন। অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক হিসেবে হলিউডে তার পরিচিতি ও খ্যাতি ছিল বিপুল।