আসিফুজ্জামান পৃথিল : ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, মার্চে শুরু হতে যাওয়া ব্রেক্সিট পরবর্তী আলোচনা অত্যন্ত কঠিন এবং উত্তেজক হবে। গত সপ্তাহে যুক্তরাজ্য সরকার তাদের বাণিজ্য চুক্তির ম্যান্ডেট প্রকাশের পর এ কথা বললেন ম্যাঁক্রো। বিবিসি
প্রকাশিত নথিতে দেখা গেছে, ব্রিটিশ মন্ত্রীরা একটি কানাডা স্টাইলের চুক্তি চান। এখনও ইইউ এর সঙ্গে কোনও চুক্তি হয়নি যুক্তরাজ্যের। এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউরোপীয় আইন মেনে বাণিজ্য করতে পারবে দেশটি।
ম্যাঁক্রো বলছেন, ব্রিটিশদের অবস্থান বেশ শক্ত। এ কারণেই একটি চুক্তি অর্জন সহজ হবে না। তার মতে দুপক্ষেরই উচিত হবে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয়া।
ম্যাঁক্রো মনে করেন, এই আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে মাছ ধরার অধিকার। যুক্তরাজ্য বলছে, ব্রিটিশ মৎসক্ষেত্রগুলোতে মাছ ধরার প্রথম এবং প্রধান অধিকার ব্রিটিশদেরই। চুক্তিতে এর উল্লেখ করতে হবে।
আগামী সঙ্গলবার ব্রিটিশদের এই চুক্তির ম্যান্ডেটে স্বাক্ষর করতে পারেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপরই এটি পার্লামেন্টে উত্থাপন করা হবে।
এই মাসের শুরুতে ব্রাসেলসে দেয়া এক বক্তৃতায় প্রথম এই ধরনের চুক্তির কথা বরেলন জনসনের প্রধান ব্রেক্সিট নেগোশিয়েটর ডেফিড ফ্রস্ট। জানা গেছে, তার দেয়া প্রস্তাবগুলোই থাকছে এই ম্যান্ডেটে।