শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ১৯৬২ সালে বলোগনার হয়ে সিরি আ’তে টানা ১০ ম্যাচে গোল করেছিলেন ইজিও পাসকুট্টি। ৩২ বছর পর ইতালি জাতীয় দলের এই ফরোয়ার্ডের রেকর্ড ভেঙে দেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ফায়োরেন্টিনার জার্সিতে ১৯৯৪-৯৫ মৌসুমের প্রথম ১১ ম্যাচে গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২৬ বছর স্থায়ী ছিলো ‘বাতিগোল’ খ্যাত এই তারকার রেকর্ড।

সেই রেকর্ডে ২০১৯ সালে ভাগ বসান ইতালিয়ান স্ট্রাইকার ফাবিও কুয়াগলিয়ারেল্লা। স্যাম্পডোরিয়ার হয়ে টানা ১১টি গোল করেন ফাবিও। এবার এই দুই জনের রেকর্ডের পাশে নিজের নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শনিবার রাতে এস পি এ এলের বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস। এদিন ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। দলটির সবচেয়ে নির্ভর যোগ্য সদস্য রোনালদো ৩৯ তম মিনিটে গোল করে এগিয়ে দেন। হুয়ান কুয়াডরাডোর দেয়া বল কাজে লাগান পর্তুগিজ মহা তারকা। এতে ইতালিয়ান লিগে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফাবিও কুয়াগলিয়ারেল্লার টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসালেন সিআর সেভেন। ম্যাচের ৬০তম মিনিটে পাউলো দিবালার পাসে দলের হয়ে দ্বিতীয় গোলটি তুলে নেন অ্যারোন রামসে।

৯ মিনিটর পর অবশ্যই পেনাল্টির মাধ্যমে একটি গোলও হজম করতে হয় জুভিদের। এস পি এ এলের হয়ে গোলটি আদায় করেন আন্দ্রেয়া পেতাগনা।
এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট তুলে লিগ টেবিলের শীর্ষ স্থানেই রয়েছে তুরিনের দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়