শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাতিস্তুতার রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ১৯৬২ সালে বলোগনার হয়ে সিরি আ’তে টানা ১০ ম্যাচে গোল করেছিলেন ইজিও পাসকুট্টি। ৩২ বছর পর ইতালি জাতীয় দলের এই ফরোয়ার্ডের রেকর্ড ভেঙে দেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ফায়োরেন্টিনার জার্সিতে ১৯৯৪-৯৫ মৌসুমের প্রথম ১১ ম্যাচে গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি। ২৬ বছর স্থায়ী ছিলো ‘বাতিগোল’ খ্যাত এই তারকার রেকর্ড।

সেই রেকর্ডে ২০১৯ সালে ভাগ বসান ইতালিয়ান স্ট্রাইকার ফাবিও কুয়াগলিয়ারেল্লা। স্যাম্পডোরিয়ার হয়ে টানা ১১টি গোল করেন ফাবিও। এবার এই দুই জনের রেকর্ডের পাশে নিজের নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শনিবার রাতে এস পি এ এলের বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস। এদিন ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। দলটির সবচেয়ে নির্ভর যোগ্য সদস্য রোনালদো ৩৯ তম মিনিটে গোল করে এগিয়ে দেন। হুয়ান কুয়াডরাডোর দেয়া বল কাজে লাগান পর্তুগিজ মহা তারকা। এতে ইতালিয়ান লিগে গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও ফাবিও কুয়াগলিয়ারেল্লার টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ডে ভাগ বসালেন সিআর সেভেন। ম্যাচের ৬০তম মিনিটে পাউলো দিবালার পাসে দলের হয়ে দ্বিতীয় গোলটি তুলে নেন অ্যারোন রামসে।

৯ মিনিটর পর অবশ্যই পেনাল্টির মাধ্যমে একটি গোলও হজম করতে হয় জুভিদের। এস পি এ এলের হয়ে গোলটি আদায় করেন আন্দ্রেয়া পেতাগনা।
এই জয়ে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট তুলে লিগ টেবিলের শীর্ষ স্থানেই রয়েছে তুরিনের দলটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়