আসিফুজ্জামান পৃথিল : শুক্রবার রাত থেকে কার্যকর হবে এই অন্তবর্তী চুক্তি। শুক্রবার এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও লেখেন, ‘দশকব্যাপী সহিংসতার পরে, আমরা সংঘাত কমাতে একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তে এসেছি। শান্তির পথে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা সকল আফগানের প্রতি আহবান জানাই, তারা যেনো এই সুযোগ লুফে নেন।’ সিএনএন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সেনা সরানোর প্রতিশ্রুত বাস্তবায়নে, বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন।
দুইপক্ষের মধ্যে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে অস্ত্রচুক্তি। এরমধ্যেই স্বাক্ষর হতে পারে একটি পূণাঙ্গ চুক্তি। কর্মকর্তাদের আশা এই সংঘাত কমানোর পরিকল্পনা হবে যথেষ্ঠ কার্যকর।
দুজন আফগান কর্মকর্তাও এই চুক্তির বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন।
এক তালিবান কর্মকর্তা বিবৃতিতে বলেছেন, ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্থান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনার পরে উভয়পক্ষই একটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরে রাজি হয়েছে। এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আরও জানান, উভয়পক্ষই বন্দি বিনিময়ের প্রস্তুতি শুরু করেছে।
২০০১ সালে শুরু হয় রক্তক্ষয়ী আফগান যুদ্ধ। এতো বছরেই এই যুদ্ধে বিজয় নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মধ্য দিয়ে আফগান যুদ্ধ সমাপ্তির সূচনা গতে পারে।