সুজন কৈরী: রাজধানীর মিরপুর এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১০ হাজার পিস নকল রেভিনিউ স্ট্যাম্পসহ দুই জনকে আটক করেছে র্যাব-৪। আটককৃতরা হলেন- রমিজ উদ্দিন (৪৫) ও মো. ওমর আলী (৩৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শুক্রবার র্যাব-৪ জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকায় এই নকল রেভিনিউ স্ট্যাম্প পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। পটুয়াখালি জেলা থেকে নকল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে ঢাকায় এনে সাধারণ জনগনের কাছে বিক্রি করে থাকে।