শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনার পাথরঘাটায় বমি ও পাতলা পায়খানায় গৃহকর্তার মৃত্যু, একই উপসর্গ নিয়ে পরিবারের ৮ জন হাসপাতালে

সিরাজুল ইসলাম: পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইদুল আরেফিন মজুমদার জানান, সদর ইউনিয়নের টেংরা গ্রামের একই বাড়ির আটজন অসুস্থ হয়ে বুধবার সন্ধ্যায় হাসপাতালে আসেন। তাদের এক স্বজন (৩০) মঙ্গলবার এই হাসপাতালে মারা গিয়েছিলেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়াদের মধ্যে তিনজন তরুণী এবং পাঁচজন শিশু। শিশুদের মধ্যে আবার দুজন ছেলে এবং তিনজন মেয়ে। এদের মধ্যে একজন মৃত ব্যক্তির ছেলে, দুজন বোন, চারজন ভাতিজি ও একজন ভাতিজা।
বরগুনার সিভিল সার্জন হুমায়ূন শাহিন খান বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে থাকতে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
চিকিৎসক সাইদুল আরেফিন মজুমদার জানান, মঙ্গলবার ওই ব্যক্তি জ্বরসহ কয়েকবার বমি ও পায়খানা করে হাসপাতালে ভর্তি হন। কিছুক্ষণ পরে তিনি মারা গেছেন। আজ যারা হাসপাতালে এসেছেন তারাও সবাই জ্বর, বমি, পাতলা পায়খানা নিয়ে এসেছেন।
তবে এ কারণে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি জানান।
হাসপাতালের আরেক চিকিৎসক আবুল ফাত্তাহ বলেন, একই বাড়ির আটজন অসুস্থ ও একজনের মৃত্যুর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে পরীক্ষা ছাড়া কিছুই বলা যাচ্ছে না। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংক্রান্ত পরীক্ষার ব্যবস্থা না থাকার কারণে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়েছে।
কিন্তু রোগীর পারিবারের আর্থিক সচ্ছলতা না থাকায় তারা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে এই চিকিৎসক জানিয়েছেন। সূত্র: বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়