মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন পিপিএম আবারো কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন।
এ পর্যন্ত টানা ২৭ বার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন। শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরুপ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম শ্রেষ্ঠ সার্কেল অফিসার তানভীর সালেহীন ইমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায় , গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২০ সালের জানুযারি মাসের অস্ত্র মাদক উদ্ধার ওয়ারেন্ট তামিলসহ ই-পুলিশিংসহ সার্বিক কার্যক্রমের ভিত্তিতে তাঁকে কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত করেছেন । সম্পাদনা: জেরিন আহমেদ