আমাদের সময় : ২০১৮-২০১৯ অর্থ বছরে দেশের চিনিকলগুলোর লোকসান ১ হাজার ৮ কোটি টাকা বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে আলী আজমের লিখিত প্রশ্নের জবাবে একথা জানান।
সংসদে শিল্পমন্ত্রী বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে সরকারি খাতে ১৫টি চিনিকল রয়েছে। এ কলগুলোতে ২০১৮-২০১৯ অর্থ বছরে মোট লোকসানের পরিমাণ ১ হাজার ৮ কোটি ৩৮ লাখ ১১ হাজার টাকা।’ তবে চিনিকলসমূহের লোকসান কমানোর জন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের সময়াবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর, কর্মকর্তাদের ব্যক্তি কেন্দ্রিক কর্মপরিকল্পনা প্রণয়ন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে মাড়ায়ের উৎপাদন ব্যবস্থা সার্বক্ষণিক তদারকি, নর্থ বেঙ্গল সুগার মিলে কো-জেনারেশন পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও সুগার রিফাইনারি স্থাপন, ঠাকুরগাঁও চিনিকলে পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপন ও সুগারবিট থেকে চিনি উৎপাদনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।’
সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) গত বছর প্রায় ৬০০টি ফলমূলের নমুনা পরীক্ষা করেছে। এগুলোতে ফরমালিন বা অন্য কোনো কেমিকেলের উপস্থিতি পাওয়া যায়নি।