শিরোনাম
◈ নেতানিয়াহু ও সিনওয়ারার বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি আবেদনে ফ্রান্সের সমর্থন  ◈ তাবরিজে প্রেসিডেন্ট রাইসির জানাজায় লাখো ইরানি  ◈ বাংলাদেশি পণ্যের জন্য ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া  ◈ বিএনপিসহ টিআইবির অপপ্রচারে ভোটার উপস্থিতি কমেছে: ওবায়দুল কাদের  ◈ ডুবে যাওয়ার শঙ্কায় ব্যাংকক ◈ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামাল হায়দার ◈ কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ◈ সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বিএনপি নিরুৎসাহিত করায় ভোট কম পড়েছে: মন্তব্য সিইসির  ◈ ইরানের রাষ্ট্রপতির মৃত্যুতে বাংলাদেশ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি আর বিতর্ক যেন একসুতোয় গাঁথা

 

শার্লক হোমস :  বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত; নিবে বা কোনো সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করবে আর সমালোচনা হবে না তা কী করে হয়! বিসিবি আর বিতর্ক যেন এক সুতোয় গাথা। যাইহোক, পরাক্রমশালী জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটার নির্বাচন করা হয়েছে আজ! প্রত্যাশিত ভাবেই বিতর্ক না চাইলেও থেকেই যায়! হয়তো কখনো বোর্ডের দোষ কখনো আমার-আপনার।

যেমন আজকের বিতর্ক - দলের ক্রিকেটার সংখ্যা ১৬! একটা মাত্র টেস্ট ম্যাচ খেলতে ৫ জন অতিরিক্ত ক্রিকেটার, তাও আবার দেশের মাটিতে। অস্ট্রেলিয়া, ভারত যখন ১২/১৩ সদস্যের দল ঘোষণা করে সফর উপলক্ষে, সেখানে আমাদের কাছে ১৬ সংখ্যাটা তো বেশিই হবে। ২. মাহমুদউল্লাহর বিশ্রাম প্রসঙ্গেও অনেক কথা হচ্ছে। চলতি পারফরম্যান্স বাদ পড়ার মতোই। তবে অন্যদের সাথে তুলনা করলে কিন্তু একটা প্রশ্ন উঠেই। এখানে দেখতে হবে এই সিদ্ধান্ত কি ভবিষ্যতের কথা ভেবে? যদি তা হয়; তবে তার প্রতি আমার সম্মতি আছে। ৩.পাকিস্তান সফর থেকে বাদ পড়া মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে আবারও দলে। কী কারণে বাদ পড়লেন আর কী কারণে আসলেন তা সম্ভবত মুস্তাফিজ নিজেও জানেন না। কিছুদিন পূর্বেই, প্রধান নির্বাচক কি বলেছিলেন মনে আছে তো? ৪. মুশফিকুর রহিম প্রসঙ্গে বিসিবি নির্বাচকের উক্তি- পারফর্ম করেই দলে আসতে হবে।

অতঃপর পারফর্ম করে দলে আসার পর উক্ত নির্বাচক ৩৬০ক্ক ঘুরে বললেন নাম্বার ওয়ান ব্যাটসম্যান দলে আসাটাই স্বাভাবিক! বাহ.....৫. ইয়াসির আলি টেস্ট দলে সুযোগ পাওয়ার মতোই পারফর্মার। তবে তা এই মৌসুমে নয়; বিগত মৌসুমগুলোতে ছিলেন। আর ফিটনেস। অন্তত টেস্ট খেলার জন্য উপযুক্ত নয়। অবশ্য বিপিএলের ফিটনেসের প্রচুর ঘাটতি দেখা গেছে। ৬. তাসকিন শেষ কবে টেস্ট খেলেছিলো? আমার মনে নেই। তবে অন্তত শেষ ১০ টেস্টে যে ছিলেন নাহ তা নিশ্চিত। সে রুবেলের রিপ্লেস। কথাটা হাইস্যকর হলেও এখন আর হাসি পায় না। কারণ পুরনো রোগ। ৭. মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে বোর্ড কর্তাদের চুপচাপ থাকা বেশ হতাশ করছে আমাকে। অবশ্য আর কিইবা করার আছে; নাই মামা আর কানা মামার অবস্থা। তবে টানা ৩ ম্যাচে ইনিংস ব্যবধানে হার কিন্তু ভালো লক্ষণ নয় আর যখন পারফরম্যান্স...শূন্য তখন? ৮.৫ পেসারের বাংলাদেশ দল। নাহ ভাই ; উপমহাদেশের বাহিরে নয় খেলবে নিজের দেশে জিম্বাবুয়ের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ পেসার, নিজের দেশের মাটিতে তবে তো একটু বিতর্ক হওয়াই স্বাভাবিক ।

অফ দ্য বিতর্ক। সিনিয়র ক্রিকেটাররা টেস্ট খেলতে চায় না। কিছুদিন পর পর ছুটি চায়। বিশ্রাম চায়। সাকিব নিউজিল্যান্ড সফর থেকে, তামিম বিশ্বকাপের পর থেকে, মুশফিক পাকিস্তান সফর থেকে টেস্ট খেলছেন না। বাণীতে- বিসিবি বস, নাজমুল হাসান পাপন। আজ আবার, আরেক সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে টেস্ট সিরিজ থেকে অব্যবহিত দেয়ার কারণ হিসেবে বলা হলো­Ñ বিশ্রাম দেয়া হয়েছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়