সাইফুর রহমান : প্রাণঘাতি কোভিড-১৯ সংক্রমণ এড়াতে এভাবেই প্রযুক্তির সহায়তা নিচ্ছে চীন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দেশটির হংঝউয়ের একটি হোটেলে রুমে রুমে খাবার পৌঁছে দিচ্ছে লিটল পিনাট নামের একটি রোবট। ডেইলি মেইল, দি ইন্ডিপেনডেন্ট, আনন্দবাজার
ভিডিওতে দেখা যায়, রোবটটি থরে থরে সাজানো খাবার নিয়ে ওই হোটেলের প্রতিটি রুমের দরজায় গিয়ে ডেকে বলছে, ‘হ্যালো, সুইট লিটল পিনাট আপনার খাবার নিয়ে এসেছে, অনুগ্রহ করে খাবার সংগ্রহ করে ফিনিশ বোতাম চাপুন।’ খাবার সংগ্রহের পর ফিনিশ বোতামে চাপ দেয়া মাত্রই এটি আবার বলে উঠছে, ‘খাবার উপভোগ করুন, আর যেকোনা প্রয়োজনে ইউচ্যাটে হোটেল স্টাফকে অবহিত করুন।’ একটি রুমে খাবার পৌঁছে দিয়ে আবার অন্য রুমের দরজায় গিয়েও একইভাবে রোবটটিকে ডাকতে দেখা গেছে।
এটিই অবশ্য চীনে রোবট ব্যবহারের প্রথম ঘটনা নয়। এর আগে কয়েকটি হাসপাতালে রোবটকে চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দিতে দেখা গেছে। গুয়াংঝুয়ের একটি জনবহুল এলাকায় রোবট নিয়োগ করা হয়েছে, যেটি কেউ মাস্ক না পরে হাঁটলেই বকুনি দিচ্ছে।