মশিউর অর্ণব: শনিবার দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই বিশাল বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে মহামোর্চা নামের একটি সংগঠন এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল গত বুধবার। হিন্দুস্থান টাইমস
কয়েক হাজার মানুষের এই বিক্ষোভে নারীদের সংখ্যা ছিল তুলনামূলক বেশি। এসময় তারা উর্দু কবি ফয়েজ আহমেদের জনপ্রিয় কবিতা 'হাম দেখেঙ্গে' আবৃত্তি করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেন।
থানে ও মহারাষ্ট্রসহ মুম্বাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীরা জামা ময়দানে এসে সমবেত হন। বিক্ষোভকারীদের অধিকাংশের হাতেই সিএএ ও এনআরসি বিরোধী প্ল্যাকার্ড ছিল। অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানান তারা।