মেহেরুবা শহীদ: শনিবার বার্লিন প্রসিকিউটদের এক মুখপাত্র জানান, শুক্রবার শহরের পোটসডেমার প্ল্যাটজের কাছে টেমপোড্রমের বাইরে একটি গানের অনুষ্ঠানের ভেন্যুর কাছে এক বা একাধিক বন্দুকধারী গুলি চালিয়ে পালিয়ে যায়। গোলাগুলির সময় টেমপোড্রমের সামনে তুরস্কের কমেডি নাইট শো চলছিল। এপি
মোনা লরেঞ্জ নামের একজন মুখপাত্র বলেন, নিহত ব্যক্তিটির বয়স ৪২ বছর। গুলি করার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য মেলেনি। এর সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।
ইউরোপের শহরগুলোর মধ্যে বার্লিনে সবচেয়ে বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সম্পাদনা: সমর চক্রবর্তী