ফরহাদ আমিন, টেকনাফ কক্সবাজার : টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দুই দালালসহ ১২জনক আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, একটি মানব পাচার চক্র বাংলাদেশে বসবাসকারী কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য সাবরাং এলাকায় জমায়েত করা হয়েছে।
এই সংবাদে রাতেই পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে নৌকার জন্য অপেক্ষামান ১২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব স্ব ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরির্দশক মোহাম্মদ লিয়াকত আলী বলেন, মানব পাচারকারি ইউনুচ ওরফে ইউনুচ মাঝি (৪০) কে আটক করেছে পুলিশ। তিনি টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার বশির আহম্মদের ছেলে। আটক ইউনুছ গত মঙ্গলবার ভোরে সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায়, মামলার পলাতক আসামি বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা : রাকিবুল