মশিউর অর্ণব: হুবুহু স্পাইডারম্যানের পোশাক পরে নিজের শহরে পরিচ্ছন্নতা অভিযান তিনি৷ এজন্য তাকে ডাকা হচ্ছে ‘এনভায়রনমেন্ট সুপারহিরো’ বলে৷ ডয়েচে ভেলে
বিরাট ক্ষমতা মানে বড় দায়িত্ব, নিজের মুভিতে এমনটাই বলেছিলেন স্পাইডারম্যান। এই মন্ত্র থেকেই উজ্জীবিত হয়ে ইন্দোনেশিয়ার এক তরুণ দায়িত্ব নিয়েছেন নিজের শহরের ময়লা আবর্জনা পরিস্কার করার। রুডি হারটোনো নামের ওই যুবক ইন্দোনেশিয়ার পারে-পারে শহর থেকে সরাচ্ছেন প্ল্যাস্টিক বর্জ্যের জঞ্জাল। স্পাইডারম্যানের পোশাক পরে এই কাজ করায় তিনি পেয়েছেন 'এনভায়রনমেন্ট সুপারহিরো' হিসেবে সুপরিচিতি।
রুডি জানান, যখন সাধারণ পোশাকে এই শুরু করেছিলেন তখন মানুষের মনোযোগ তেমন একটা আকর্ষণ করতে পারেননি তিনি। সারাদিন ময়লা সংগ্রহের পর সন্ধ্যা থেকে স্থানীয় একটি ক্যাফেতে কাজও করেন তিনি। রুডির এই ব্যতিক্রমী উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে গোটা ইন্দোনেশিয়া জুড়েই।