মাসুদ আলম : বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে সিন্ডিকেট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের জাকির হোসেনকে তিন বছর, তানবিরুল ইসলামকে দুই ও ইলেক্ট্রিক্যাল এন্ড এলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসানকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া সমাজবিজ্ঞান বিভাগের তোয়াবা নুশরাত মীম ও শায়রা তাসনিম আনিকাকে এক বছর বহিষ্কার ও চারুকলা বিভাগের মৌমিতা পারভিনকে সতর্ক করা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী র্যাগিংয়ের শিকার হন। এরপর তদন্তে নামে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।