নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে মুশফিকুর রহিমের না যাওয়ায় তার উপর নাখোশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানে দলের এমন বাজে পারফরম্যান্সে মুশফিক থাকলে কিছুটা হলেও এগিয়ে থাকতো। মুশফিকের এমন আচরনের কারণে কয়েকদিন আগেই বিসিবি প্রধান নির্বাচক বলেই দিয়েছেন মুশফিক অটো চয়েস নন। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হলে তাকে দিতে হবে ফিটনেস পরীক্ষা।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মুশফিক ইনজুরিতে। ফিটনেস দিয়েই তাকে আসতে হবে। শুধু সেটাই নয়, মুশফিক পাকিস্তানে না যাওয়াতে কম্বিনেশনে ধারাবাহিকতা থাকে না। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিককে রাখা নাও হতে পারে।’
কিন্তু মজার ব্যাপার হলো পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানো মুশফিকের প্রতি যতোই নাখোশ হোক বিসিবি, অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে নামতে আদতে রাজি নয় বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা।
বোর্ডের সেই কর্মকর্তা বলেন, ‘আমরা যেভাবে পাকিস্তানের বিপক্ষে খেলেছি তাতে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। জিম্বাবুয়ের বিপক্ষে তাই আমরা সেরা স্কোয়াডই নির্বাচন করবো।’
ইনজুরির কারণে এরই মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে পড়েছেন পেসার আল-আমিন হোসেন। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারও থাকছেন না এই ম্যাচে। তাই দেশের মাটিতে টেস্ট জিততে হলে মুশফিককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করবেন নির্বাচকেরা এটা সহজেই বলা যায়।