শিরোনাম
◈ ওএমএস বিতরণে গাফলতি হলে জেল জরিমানার হুশিয়ারি খাদ্যমন্ত্রীর ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় দাবানলে মৃত ১০০ কোটি বন্যপ্রাণী, অবলুপ্তির পথে ১১৩ প্রজাতি!

ইয়াসিন আরাফাত : গত বছরের সেপ্টেম্বর থেকে ভয়াবহ দাবানলে পুড়েছে অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, তাসমানিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, পশ্চিম অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়া দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে অপূরণীয় ক্ষতি হয়েছে দেশটির।সিএনএন

অস্ট্রেলিয়ান সরকারের দেয়া তথ্য মতে, দাবানলে এ পর্যন্ত অন্তত ২৬ জন মারা গেছেন, ৫০ লাখ হেক্টরের বেশি জমি পুড়েছে। প্রাণহানি হয়েছে প্রায় ১০০ কোটি বন্যপ্রাণীর। ১১৩ প্রজাতির প্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা ।

অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে ক্ষয়ক্ষতি হলেও আশার বিষয় কোনো প্রাণী বা প্রজাতির বিলুপ্তি হয়নি। তবে ঝুঁকিতে পড়া প্রাণীদের অন্তত ৩০ শতাংশ বাসস্থান হারিয়েছে। দাবানলে ১৩ প্রজাতির পাখি, ২০ প্রজাতির সরীসৃপ, ৫ প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী, ১৯ প্রজাতির স্তন্যপায়ী, ২২ প্রজাতির চিংড়ি, ১৭ প্রজাতির মাছে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

কোয়ালা, ওয়ালবিস, মাছ, পাখি ও কিছু প্রজাতির ব্যাঙের এখন সবচেয়ে বেশি জরুরি সুরক্ষা প্রয়োজন। অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী সুসান লি জানিয়েছেন, নতুন করে এই তালিকা তৈরি করা হবে। যেখানে পরবর্তীতে বৃক্ষ প্রজাতিও অন্তর্ভুক্ত হতে পারে। কিছু কিছু অঞ্চলে এখনো দাবানল ছড়িয়ে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্বয়ংসম্পূর্ণ নয় বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়