শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইএমকে ও ঢাবির যৌথ উদ্যোগে ‘বসন্ত আবাহন ১৪২৬’ অনুষ্ঠিত

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি: প্রকৃতিব রানী বসন্তকে বরণ করে নিতে ইএমকে সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের যৌথভাবে আয়োজনে উদযাপন করেছে 'বসন্ত আবাহন ১৪২৬'।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন বটতলা প্রাঙ্গনে বসন্ত বরণ উৎসব আযোজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা অতিথির উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং সবাইকে অনুষ্ঠানটি উপভোগ করার অনুরোধ জানান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাঁর উদ্বোধনী বক্তব্যে আয়োজকদের অনুষ্ঠানটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশের শুরুতে 'বসন্ত এলো এলো এলো রে' গানের সাথে নৃত্য উপস্থাপন করেন নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
এরপর বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। সংগীত ভিত্তিক সংগঠন সুরের ধারা'র পক্ষ থেকেও সংগীত পরিবেশনা করা হয়। পাশাপাশি নৃত্যশিল্পীরাও বসন্তের গানের তালে তালে তাদের নৃত্য পরিবেশন করেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মাননীয় রাষ্ট্রদূর আর্ল রবার্ট মিলার ।
১৯৭২ সালে মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি সদ্য স্বাধীন বাংলাদেশে আসেন। তিনি বিশ্বাস করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতি সরকারের সাথে সরকারের নয়, বরং মানুষের সাথে মানুষের, বন্ধুর সাথে বন্ধুর এবং নাগরিকের সাথে নাগরিকের। সেই সম্পর্ক কোন শক্তি কখনো নষ্ট করতে পারবে না। বন্ধুত্বের স্মারক হিসেবে তিনি ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গনে একটি বটগাছ রোপণ করেন যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহ্মদ সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষভাগে পল্লী 'বাউল সমাজ উন্নয়ন সংস্থা'র সহায়তায় কুষ্টিয়া থেকে আগত বাউলেরা তাদের সংগীত পরিবেশনা করেন।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রতিবছর এই দিনটিকে বসন্তের রঙে রঙে উদযাপন করতে ইএমকে সেন্টার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়