শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর সড়কে ময়লার ভাগাড়, নতুন মেয়ররা কার্যকর পদক্ষেপ নেবেন আশা নগরবাসীর, আবর্জনা সরিয়ে রাখার জায়গার সংকট বলছে সিটি করপোরেশন

লাইজুল ইসলাম: প্রতিদিন ৬ হাজার মেট্রিক টনেরও বেশি বর্জ্য তৈরি হচ্ছে রাজধানী ঢাকায়। এর মধ্যে ৪৫ শতাংশ বর্জ্য সংগ্রহই করতে পারে না সিটি করপোরেশন।
মৌচাক ফ্লাইওভারের নিচে, মালিবাগ, মগবাজার প্রধান সড়কের পাশে, শান্তিনগর সড়কের ওপর, পুরান ঢাকা, মিরপুর, উত্তরা, যাত্রাবড়ীতে রাস্তার ওপর ময়লার ভাগাড়। এসব ময়লার ভাগাড় সিটি করপোরেশনেরই।

এগুলোর কারণে সড়কের পাশ দিয়ে হেটে চলাচল করা কঠিন হয়ে পরছে সাধারণ মানুষের জন্য।বাসাবাড়ি ও স্কুলের আশেপাশে বেশ কয়েকটি আবর্জনার ডাস্টবিন থাকায় স্কুলে যাতায়াত করাটাও কঠিন হয়ে পরেছে। স্থানীয়রা বলেন, দক্ষিণের নতুন মেয়র ও উত্তরের মেয়র অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা গ্রহণ করবে।যাতে করে রাজধানীবাসী এই সমস্যায় আর না পরে।

রাজধানীর বিভিন্ন সড়কের প্রায় অর্ধেক জায়গা দখল করে রাখা বর্জ্যরে দুর্গন্ধে জনভোগান্তির অভিযোগ অনেক আগে থেকেই উঠেছে। রাজধানী ঢাকায় প্রতিদিন যে আবর্জনা তৈরি হয় তার প্রায় অর্ধেকই সংগ্রহ করতে পারে না সিটি করপোরেশন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. জাহিদ হোসেন বলেন, সিটি করপোরেশনের নিজস্ব জায়গার অভাব আছে। যা রয়েছে তা পর্যাপ্ত নয়। ৮ থেকে ১০টি কন্টেনাইর বর্জ্য রাখা জায়গা হচ্ছে না। তারপরও এ বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

নগরবিদদের মতে, বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক হতে হবে। আধুনিক প্রযুক্তিতে ঢেলে সাজাতে হবে বর্জ্য ব্যবস্থাপনা। আর নিশ্চিত করতে হবে তদারকি। নগরবিদ ড. আক্তার মাহমুদ বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সংগ্রহ থেকে শুরু করে তা পরবর্তীতে রি-সাইক্লিং করার প্রক্রিয়াটি আধুনিকায়ন করা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়