শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে ১৫টি নাটক নিয়ে আসছেন মেহজাবিন

আবু সুফিয়ান রতন : এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- সাগর জাহানের ‘ফিরে এসো রুবি’, আওরঙ্গজেবের ‘সিগনেচার’, সঞ্জয় সমাদ্দারের ‘অপরূপা’ ও ‘শিফট’, মিজানুর রহমান আরিয়ানের ‘চারুর বিয়ে’, মাহিদুল মহিমের ‘ফ্রেম’ ও ‘সাইড ইফেক্ট’।

মেহজাবিন চৌধুরী বলেন, এখন যে কাজগুলো করছি, তার প্রতিটিই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। এ বছর ভালোবাসা দিবসে ১৫টি নাটকে অভিনয় করছি। নাটকগুলোতে আমার সহশিল্পী অপূর্ব, নিশো, তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ। কয়েকটি নাটকে দর্শক আমাকে চ্যালেঞ্জিং চরিত্রে দেখতে পাবেন। চলতি বছরের শুরুতে এ অভিনেত্রী দর্শকদের চমক দেখান ‘মরীচিকা’ নাটকের মধ্য দিয়ে। বছরের প্রথম দিন তিনি দর্শকের সামনে আসেন এ নাটকটি নিয়ে।

এখানে তাকে দেখা যায় নেতিবাচক একটি চরিত্রে। এরপরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘সিগনেচার’ নাটকের নতুন লুকের স্থিরচিত্র প্রকাশ করেন। সেখানে ভিক্ষুক বেশে দেখা গেছে তাকে। গ্ল্যামার থেকে বের হয়ে তার নতুন এ লুক স্যোশাল মিডিয়ায় দারুণ আলোচিত হয়েছে।
মেহজাবিন বলেন, আমি শুধু গ্ল্যামারাস চরিত্রের মধ্যে থাকতে চাই না। যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার জন্য এখন প্রস্তুত। যারা আমার নাটক দেখেন তারা নিশ্চয়ই জানেন গেল দুই বছরে আমি নানা চরিত্রে অভিনয় করছি। এদিকে অভিনয় জীবনের ১০ বছর পূর্ণ করতে যাচ্ছেন এ গ্ল্যামারকন্যা।

এ প্রসঙ্গে তিনি বলেন, মাঝে-মধ্যেই মনে হয়, এই তো সেদিন শুরু করলাম। আর এত তাড়াতাড়িই এক দশক পূর্ণ করছি। কত দ্রুত সময় চলে যায়। ক্যারিয়ারের শুরু থেকে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এটা সত্যি যে, ১০ বছরে আমার অভিনয়ে পরিবর্তন এসেছে। ১০ বছর আগের মেহজাবিনের চেয়ে এখনকার মেহজাবিন অনেক পরিপক্ক। এখন যে কোনো কাজ করার ক্ষেত্রে সব কিছু ভালো ভাবে দেখে-শুনেই করি। বলতে পারি, অভিজজ্ঞতাই শিল্পীকে পরিণত করে। আগামীতে এভাবে আরো ভালো কাজ করতে চাই। দর্শকের মনে একজন প্রকৃত শিল্পী হিসেবেই জায়গা করে নিতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়