শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ১.৯ বিলিয়ন ডলারের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমোদন দিলো ট্রাম্প প্রশাসন

রাশিদ রিয়াজ : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে ভারত তার সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ ও বিমান হামলা প্রতিরোধে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে এ ধরনের সমন্বিত মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে। ইয়ন

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চীনের সঙ্গে পাল্লা দিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৪ টি সর্বাধুনিক এমএইচ-৬০আর সিহক হেলিকপ্টার কেনা হচ্ছে। মার্কিন অস্ত্রনির্মাতা সংস্থা লকহিড মার্টিনের বানানো এই যুদ্ধ-হেলিকপ্টারগুলো ব্যবহার করা হবে ভারতের নৌবাহিনীর যুদ্ধজাহাজে। এসব কপ্টারের দাম পড়ছে ২৬০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ১৮ হাজার ৫২৫ কোটি ৩৯ লাখ রুপি।

সপ্তাহদেড়েকের মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি ওই মার্কিন যুদ্ধ-হেলিকপ্টার কেনার ব্যাপারে অনুমোদন দিলেই প্রক্রিয়া শুরু হবে।

শুধু সিহক হেলিকপ্টার নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন ভারত সফরে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রগুলির সম্প্রসারণে উৎসাহী ভারত। চীনের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ২০০৭ সাল থেকেই মার্কিন সমরাস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী কেনার উৎসাহ বেড়েছে ভারতের। এখন পর্যন্ত আমেরিকার সঙ্গে ১ হাজার ৭০০ কোটি ডলারের অস্ত্র-চুক্তি হয়েছে দিল্লির। সেনাবাহিনীকে আরও আধুনিক করে তোলার জন্য দীর্ঘ দিনের বন্ধু রাশিয়ার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে ভারত। যাতে সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের সঙ্গে ফারাকটা কমিয়ে আনা যায়। চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের জেরে রপ্তানি শুল্ক নিয়ে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন মাসকয়েক আগেও যে পর্যায়ে পৌঁছেছিল, দিল্লি চাইছে অস্ত্রচুক্তির সম্প্রসারণ ঘটিয়ে তা স্বাভাবিক করে তুলতে।

মার্কিন সিহক হেলিকপ্টার কেনার প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয়, সে জন্য অস্ত্রনির্মাতা সংস্থা লকহিড মার্টিনের সঙ্গে কোনও চুক্তি না-করে ভারত চাইছে সরাসরি মার্কিন সরকারের সঙ্গে চুক্তি করতে। তাতে ভারতকে এই হেলিকপ্টারগুলি সরাসরি বিক্রি করবে ট্রাম্প প্রশাসনের বিদেশে অস্ত্র বিক্রির বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়