শিরোনাম
◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার হলেন ওয়ার্নার ও অ্যালিস পেরি

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ২০১৮ সালটা খেলতে পারেননি বল টেম্পারিং কেলেঙ্কারি করার জন্য। নিষেধাজ্ঞা কাটিয়ে বীরের মতো করে ফিরেছেন ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। তারপর থেকে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। দলের হয়ে একের পর এক পারফরম্যান্সে হয়েছেন দেশের বর্ষসেরা ক্রিকেটার।

সোমবার রাতে মেলবোর্নে অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ওয়ার্নারের বর্ষসেরা ক্রিকেটারের জন্য অ্যালান বোর্ডার পুরস্কার তুলে দেয়া হয়। এই পুরস্কারের লড়াইয়ে এই ওপেনিং ব্যাটসম্যানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্টিভেন স্মিথ ও প্যাট কামিন্স।

এই নিয়ে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ওয়ার্নার। ২০১৬ ও ২০১৭ সালেও টানা দুই বছর বর্ষসেরা হয়েছিলেন তিনি।

বর্ষসেরার সঙ্গে বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারটিও ওয়ার্নারের হাতেই উঠেছে। আর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ওপেনার অ্যারন ফিঞ্চ এবং সেরা টেস্ট ক্রিকেটারের পদক পেয়েছেন তরুণ মার্নাস লাবুশ্চানে। নারীদের বর্ষসেরা ক্রিকেটারের বেলিন্ডা ক্লার্ক পদক জিতেছেন অ্যালিস পেরি।

২০১৯ এর জানুয়ারি থেকে ২০২০ এর জানুয়ারি পর্যন্ত সময়ে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে। এই সময়টাতে অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ১৮১৫ রান করেছেন ওয়ার্নার। এরমধ্যে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার সেরা ৩৩৫ রান করেছিলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

পুরস্কার পেয়ে বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন ওয়ার্নার, ‘আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। সময়টা অনেক কঠিন ছিলো। কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। কিন্তু যেমনটা আমি আগেই বলেছি, সুযোগ দেয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ। আপনারা যা করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।’

পুরস্কার গ্রহণ করার সময় নিষেধাজ্ঞার পর ফেলে আসা সময়টা মনে পড়ে যাচ্ছে এই ওপেনারের, ‘ফিরে আসাটা দারুণ ছিলো। বিশ্বকাপে আমাদের আরো ভালো করা উচিৎ ছিলো। আমি খুব ভালো খেলতে না পারলেও অ্যাশেজ জিতে নেয়াটাও দারুণ ছিলো। তবে আমার চেষ্টার কোনো কমতি ছিলো না। যদিও ফিরে এসেই দারুণ একটি গ্রীষ্ম কাটিয়েছি। আশা করি, খেলার মাধ্যমে আপনাদের মুখে হাসি নিয়ে আসতে পেরেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়