শিরোনাম
◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে যুবককে পুশব্যাক

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে আটককৃত এক যুবককে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে যুবকটিকে হস্তান্তর করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, মাস খানেক আগে সিলেট অঞ্চলের একটি সীমান্ত দিয়ে সিলেট শাহপরান এলাকার সাদিক মাহমুদ (২২) নামক এক অবৈধভাবে যুবক ভারতে প্রবেশ করেছিল। সে শাহপরান এলাকার মো. কুতুব উদ্দীনের ছেলে। সম্প্রতি ভারতীয় পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগ করে সে। শনিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের চাতলাপুর চেকপোষ্ট এলাকায় আনুষ্ঠানিক বৈঠক করে যুবক সাদিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

শরীফপুর বিজিবি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, চাতলাপুর চেকপোষ্টে বিজিবি ও বিএসএফ এর মধ্যে নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠি হয়। চাতলাপুর বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশী যুবক সাদিককে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকালে বিধি মোতাবেক সাদিক মাহমুদকে তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়