শিরোনাম
◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট 

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে যুবককে পুশব্যাক

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে আটককৃত এক যুবককে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে যুবকটিকে হস্তান্তর করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, মাস খানেক আগে সিলেট অঞ্চলের একটি সীমান্ত দিয়ে সিলেট শাহপরান এলাকার সাদিক মাহমুদ (২২) নামক এক অবৈধভাবে যুবক ভারতে প্রবেশ করেছিল। সে শাহপরান এলাকার মো. কুতুব উদ্দীনের ছেলে। সম্প্রতি ভারতীয় পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগ করে সে। শনিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের চাতলাপুর চেকপোষ্ট এলাকায় আনুষ্ঠানিক বৈঠক করে যুবক সাদিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

শরীফপুর বিজিবি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, চাতলাপুর চেকপোষ্টে বিজিবি ও বিএসএফ এর মধ্যে নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠি হয়। চাতলাপুর বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশী যুবক সাদিককে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকালে বিধি মোতাবেক সাদিক মাহমুদকে তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়