শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে যুবককে পুশব্যাক

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে আটককৃত এক যুবককে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে যুবকটিকে হস্তান্তর করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, মাস খানেক আগে সিলেট অঞ্চলের একটি সীমান্ত দিয়ে সিলেট শাহপরান এলাকার সাদিক মাহমুদ (২২) নামক এক অবৈধভাবে যুবক ভারতে প্রবেশ করেছিল। সে শাহপরান এলাকার মো. কুতুব উদ্দীনের ছেলে। সম্প্রতি ভারতীয় পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগ করে সে। শনিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের চাতলাপুর চেকপোষ্ট এলাকায় আনুষ্ঠানিক বৈঠক করে যুবক সাদিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

শরীফপুর বিজিবি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, চাতলাপুর চেকপোষ্টে বিজিবি ও বিএসএফ এর মধ্যে নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠি হয়। চাতলাপুর বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশী যুবক সাদিককে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকালে বিধি মোতাবেক সাদিক মাহমুদকে তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়