আক্তারুজ্জামান : রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিন চলছে। দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে টাইগাররা। যদিও মাঠে এখনো ভালো কিছু করতে পারেনি বাংলাদেশি ক্রিকেটাররা। পাকিস্তানের মাঠ বলে সেখানে সমর্থকও পাচ্ছেন না মুমিনুল হকরা। তবে দ্বিতীয় দিনে হঠাৎই দেখা গেলো এক অন্য রকম দৃশ্য। ক্ষুদে এক দর্শক গায়ে বাংলাদেশের পতাকা জড়িয়ে মাঠে এসেছেন খেলা দেখতে।
এটা দেখে টুইট করতে মোটেও দেরি করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ‘পিন্ডি স্টেডিয়ামে এসেছে সমর্থকরা। তাদের সাদরে গ্রহণ করতে আমরা প্রস্তুত। ক্রিকেট ফিরেছে ক্রিকেটের ভূমিতে।’ অফিসিয়াল টুইটারে এরকম ক্যাপশনে তিনটি ছবি আপলোড করেছে পিসিবি। সেখানে দুটি ছবিতে পাকিস্তানি দর্শকদের উচ্ছ্বাস দেখা গেলেও বাকিটাতে ছিলো ওই ক্ষুদে বাংলাদেশি। যদিও তার নাম-পরিচয় কিছুই উল্লেখ করেনি পিসিবি।
নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ইতিমধ্যে ৩ উইকেট হারিয়ে ৩০০ রান তুলেছে স্বাগতিক পাকিস্তান। শান মাসুদ ও বাবর আজম শতকের দেখা পেয়েছেন। ৮৭ রানের লিড নিয়ে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।