শিরোনাম
◈ দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ ◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল ◈ পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্যে নতুন অধ্যায়: করাচি-চট্টগ্রাম শিপিং সেবা চালু ◈ ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: অভিযোগপত্রে যা বলেছে ডিবি ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে এখন সবার একটি স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি : প্রেস সচিব  ◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩২ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একুশে বইমেলায় ডিএমপির শিশু পরিচর্যা কেন্দ্র

ইসমাঈল হুসাইন ইমু : চলছে বাঙালি জাতির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বইমেলায় লেখক, প্রকাশক ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। এরমধ্য থেকে বাদ পড়ে না অনেক মায়েরাও, যাদের রয়েছে কোলের ছোট্ট শিশু। বইমেলায় আগত সেসকল মায়েদের জন্য রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সুব্যবস্থা।

আপনি ছোট্ট কোলের শিশুকে নিয়ে বইমেলায় এসেছেন, আপনার আদরের শিশুকে সময়মতো ব্রেস্ট ফিডিং করাতে না পারলে হয়তো শুরু করবে কান্নাকাটি। এমন পরিস্থিতিতে বইমেলায় বই দেখা বা ঘোরার মজাটাই হয়তোবা শেষ হয়ে যাবে। এমন চিন্তা করার কোন অবকাশ নেই। এ বিষয়টি মাথায় রেখেই বইমেলা প্রাঙ্গনে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।

বইমেলায় নিয়ে আসার পর ক্ষুধায় কাঁদতে শুরু করলো ছোট্ট শিশু। কিন্তু কোথায় ব্রেস্ট ফিডিং করাবেন এ নিয়ে ভাবনায় পড়ে যান মায়েরা। আশেপাশে কোথাও একটু নিরিবিলি জায়গা খুঁজতে থাকেন। কিংবা ছোট্ট শিশু যদি প্রস্রাব-পায়খানা করে দেয় তখন মা দুশ্চিন্তায় ভোগেন কোথায় গিয়ে ডায়াপার পাল্টাবেন।

ছোট্ট শিশুকে মেলায় নিয়ে এসে ব্রেস্ট ফিডিং করাতে যেন কোন প্রকার বিড়ম্বনায় পড়তে না হয়, শিশুর প্রস্রাব-পায়খানা নিয়ে যেন কোন দুশ্চিন্তা না করা লাগে সেজন্যই মায়েদের সেবায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ উদ্যোগ। বইমেলায় আপনার শিশুর জন্য শিশু পরিচর্যা কেন্দ্র খুঁজে পেতে নিকটস্থ পুলিশের সাহায্য নিন।

এছাড়াও যোগাযোগ করতে পারেন বইমেলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে। যোগাযোগ করুন এই নম্বরগুলোতে- ০১৯২১-১৮৯৬৬০ (বাংলা একাডেমি এলাকায় পুলিশ কন্ট্রোলরুম) এবং ০১৭৪৯-৭১৬৮০০ (সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশ কন্ট্রোলরুম)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়