সাইফুর রহমান : লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের সমালোচনার জবাবে কংগ্রেস নেতাদের তীব্র বাক্যবাণে জর্জরিত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতা অধীর রঞ্জনের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, কথায় কথায় শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আপনারা গান্ধীর নাম জপেন কিন্তু আমরা তাকে অনুসরণ করি। নিউজ১৮, এনডিটিভি
বৃহস্পতিবার পার্লামেন্টে গান্ধীর প্রসঙ্গ উত্থাপন করেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন। মোদীর বক্তব্য শুরু হতেই কংগ্রেস নেতাদের বেঞ্চ থেকে শুরু হয় স্লোগান। অধীররঞ্জনসহ আরও কয়েকজন এমপির ‘মহাত্মা গান্ধী জিন্দাবাদ’ স্লোগানে বাধা পেয়ে থেমে যান মোদী। এরপর বিরোধী দলের উদ্দেশ্যে টিপ্পনির সুরে তিনি বলেন, ব্যাস, এটুকুতেই হয়ে গেলো?
জবাবে অধীর বলেন, ‘এটা তো শুধু ট্রেলার। তার কথা শেষ হওয়ার আগেই মোদীর ঝটপট উত্তর, ‘গান্ধীজি আপনাদের জন্য ট্রেলার হতে পারেন, কিন্তু আমাদের জন্য তিনি আদর্শ। প্রধানমন্ত্রীর এমন কটাক্ষে থতমত অধীর পাল্টা জবাব খুঁজে নেয়ার আগেই আবার বক্তব্যে ফিরে যান মোদী।