ইসমাঈল হুসাইন ইমু: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী-এর নির্দেশনার প্রেক্ষিতে সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয় আইবাস সফ্টওয়্যারের মাধ্যমে পরিশোধের কার্যক্রম চলমান রয়েছে।
ইতোমধ্যে গতবছর মার্চ মাস থেকে নতুন পেনশনারদের মাসিক পেনশন আইবাস এর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি করা হচ্ছে। ব্যাংক থেকে মাসিক পেনশন গ্রহণকারী অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের পেনশন আইবাস এর আওতায় ইএফটি এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি তাদের স্ব-স্ব ব্যাংক হিসাবে প্রেরণের পরিশোধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে অর্থ নিয়ন্ত্রক (আর্মি) পে-২ কার্যালয়ে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ জাকির হোসেন সীমিত পরিসরে অবসরপ্রাপ্ত জেসিও/ওআর’সদের মাসিক পেনশন ইএফটি এর মাধ্যমে পরিশোধ করার কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি এধরনের উদ্যোগ বয়স্ক পেনশনভোগীদের স্বস্তি প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে শতভাগ পেনশনভোগীকে এ কার্যক্রমের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বেতন, ভাতা ও হিসাব পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এসএফসি, আর্মি) মো. নূরুল ইসলামসহ বাংলাদেশ সেনাবাহিনী ও ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জেসিও/ওআরদের মাসিক পেনশন প্রদানের নতুনদ্বার উন্মোচিত হলো বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।