নিউজ ডেস্ক : ভুল তথ্য, আর ভুলভাল খবরের বন্যায় ভেসে যাচ্ছে ফেসবুক। আর সেটাকে কারণ দেখিয়ে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিকে গুডবাই জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখক স্টিফেন কিং। যুগান্তর
শুক্রবার (৩১ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেন। এর আগে ফেসবুক নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফেসবুকে ব্যাপকভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে।
স্টিফেন কিং তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্যটি জানান গত শনিবার (১ ফেব্রুয়ারি)। তাতে তিনি লিখেছেন– ‘আমি ফেসবুক ছেড়ে যাচ্ছি। এই মিথ্যা তথ্যের বন্যার মাঝে আমি মোটেই স্বস্তিবোধ করছি না।
এতে রাজনৈতিক মিথ্যাচারের বিজ্ঞাপন চলছে। আর আমি মোটেই আস্থা পাচ্ছি না, ব্যবহারকারী ব্যক্তিগত গোপনীয়তা এরা সুরক্ষিত রাখতে পারবে। আপনারা কেউ চান তো, আমাকে টুইটারে পাবেন।