শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ হচ্ছে জাতীয় কবিতা উৎসব ২০২০

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : দেশী-বিদেশী কবিদের আবৃত্তির মধ্য দিয়ে আজ পর্দা নামছে ২ দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের। 'মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি' এই প্রতিপাদ্য নিয়ে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন হাকিম চত্বরে শুরু হয় এ উৎসব।

সোমবার সকালে উৎসব উদ্বোধনের আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উৎসব উদ্বোধন করা হয় জাতীয় সংগীত, একুশের গান, উৎসব সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

উৎসব উদ্বোধন করার কথা ছিল কবি মহাদেব সাহার। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে না পারায় তার লিখিত বক্তব্য পাঠ করেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ।

এবারের কবিতা উৎসবে জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে ভারত, উজবেকিস্তান, সুইডেন, স্পেন এবং নেপাল থেকে আমন্ত্রিত এবং দেশের ৩ শতাধিক কবি অংশগ্রহণ করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) উৎসবের শেষ দিনে দু’দিনব্যাপী এই কবিতা উৎসবের দ্বিতীয় দিনে কবিতায় বঙ্গবন্ধু শীর্ষক সেমিনার, কবিতা পাঠ, আবৃত্তি পর্ব, ছড়াপাঠ, কবিতার গান ইত্যাদি পরিবেশন করা হবে। এই উৎসবে তিনজন ভাষা সংগ্রামী প্রবীণ কবিকে ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা’ প্রদান করা হবে। তারা হলেন কবি আহমদ রফিক, গীতি-কবি আবদুল গাফ্ফার চৌধুরী ও কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজ রাত ৮টা থেকে রামেন্দ্র মজুমদারের সভাপতিত্বে কবিতার গানে দেশ-বিদেশ থেকে আমন্ত্রিত শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবেন। এর আগে সন্ধা ৭ টা থেকে নির্মলেন্দ গুন এবং ৬ টা থেকে অসিম সাহার সভাপতিত্বে আমন্ত্রিত কবিবৃন্দ কবিতা পাঠ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়