শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৩ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার দুই সিটি নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলরপ্রার্থী ও সাংবাদিকসহ আহত ১৯

সুজন কৈরী : শুক্রবার রাত ১২টা থেকে শনিবার বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তারা আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, তাদের বেশিরভাগই ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছেন। এছাড়া দুই চারজন ছুরিকাঘাতে আহত হয়েছেন, তাদের মধ্যে একজন সাংবাদিককে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

ডিএনসিসির ৩৪নং ওয়ার্ড মোহাম্মদপুরের জাফরাবাদের সাদেকখান রোডে নির্বাচনী দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন। তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়েছে। সুমন আগামী‌ নিউজ ২৪.কম নামক এক‌টি অনলাইন পোর্টা‌লে কাজ ক‌রেন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সুমনকে শিকদার মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

নিকুঞ্জে জানে আলম স্কুল কেন্দ্রে বার্তা সংস্থা পিবিএর বিশেষ প্রতিনিধি জিহাদ ইকবাল আক্রমণের শিকার হয়েছেন। হামলায় তিনি গুরুতর জখমপ্রাপ্ত হন। তার ক্যামেরা ভাংচুর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় রাজধানীর টিকাটুলি এলাকার একটি কেন্দ্র অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন ডটকমের ফটো সাংবাদিক ওসমান গনির হামলার শিকার হয়েছেন।

শনিবার বিকেলে রাজধানীর ভিকারুন্নেসা স্কুল কেন্দ্রের ভেতরে মারধরের শিকার হয়েছেন দক্ষিন সিটির ১৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুন্সি কামরুজ্জামান কাজল, তার ছেলে ফাহাদ ও সমর্থক শাকিল। পরে রমনা থানা পুলিশ তাদের উদ্ধার করে ঢামেকের জররি বিভাগে নিয়ে যায়। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উত্তরা ১৪ নম্বর সেক্টর এলাকায় ভোটকেন্দ্রে মিরাজ ও সাদ্দাম হোসেন, যাত্রাবাড়ি ৫০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থক ইদ্রিস আলী, যাত্রাবড়ি ৪৯ নম্বর ওয়ার্ডে জাতীয় পার্টির সমর্থক সাগর, আজিমপুর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুবায়ের হোসেন শ্যামল (২৫) নির্বাচনী সহিংসতায় আহত হন।

শুক্রবার রাতে ডেমরা কোনোপাড়ার ৬৪, ৬৫ ও ৬৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার মনিরা চৌধুরী, তার স্বামী আতিকুর রহমান, ছোট ভাই মাসুম চৌধরী ও তার সমর্থক রাসেল মারধরে আহত হন। শনিবার সকালে নাখালপাড়ার শাহিনবাগ সিভিল অ্যাভিয়েশন স্কুল কেন্দ্রের বাইরে ইট-পাটকেলের আঘাতে সাখাওয়াত হোসেন খোকন ও আ. মালেক নামের দুইজন আহত হন। কাঠালবাগান এলাকার খান হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আতিক ও নাসির উদ্দিন নামের দুইজন আহত হন।

সেগুনবাগিচা আইডিয়াল স্কুল কেন্দ্রে বিএনপির এজেন্ট খলিলুর রহমানকে ঢুকতে না দিয়ে মারধরের অভিযোগ করা হয়েছে। এছাড়া লালমাটিয়া মহিলা উচ্চ বিদ্যালয়ের পেছনে ছুরিকাঘাতে রনি ও শিপন নামের আরও দুইজন আহত হন। তাদের বাম হাতে এবং মুখমÐলের ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়