সাইফুর রহমান : দণ্ডিতদের আবেদনের প্রেক্ষিতে শুক্রবার পাটিয়ালা আদালতের অতিরিক্ত দায়রা জজ ধর্মেন্দ্র রানা এই রায় দিয়েছেন। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হবে না। এনডিটিভি, ইন্ডিয়া টুডে, আনন্দবাজার
এর আগে বৃহস্পতিবার আদালতে ওই ফাঁসি স্থগিত রাখার আবেদন জানান আসামি পক্ষের আইনজীবি। তাদের যুক্তি ছিল, ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিনয় শর্মার প্রাণভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত জানান নি। এছাড়া অক্ষয় কুমার সিংহ ও পবন গুপ্তও তাদের সামনে আইনি যেসব সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে ইচ্ছুক।
আসামিপক্ষের আবেদনের পর দিল্লির অতিরিক্ত দায়রা জজ অজয় কুমার জৈন তিহার জেল সুপারের কাছে সাজাপ্রাপ্তদের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠান। এদিন সেসব রিপোর্ট পর্যালোচনা করেই শনিবার ফাঁসির রায়ে স্থগিতাদেশ দেন বিচারক ধর্মেন্দ্র রানা।