শিরোনাম
◈ শেষ মুহূ‌র্তে ম‌্যান‌চেস্টার সি‌টি‌কে জয়ব‌ঞ্চিত কর‌লো চেল‌সি ◈ মাদুরোকে আটকের পর উত্তাল ভেনেজুয়েলা: রাজপথে নামার ডাক দিলেন ছেলে মাদুরো গেরা ◈ ভোররাতে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো সিলেট ◈ সীমান্তে ব্রিজ নির্মাণের চেষ্টা, বিজিবির বাধার মুখে নির্মাণাধীন ব্রিজ ফেলে পালাল বিএসএফ ◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনকে ঘিরে রাজধানীতে বাড়তি নিরাপত্তা

মাসুদ আলম : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট কাল। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইভিএমসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।

নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা জোরধার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা রোববার ভোর পর্যন্ত বহাল থাকবে। তবে, নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চলতে দেখা গেছে।

সরজমিনে দেখা গেছে, ভোট কেন্দ্র গুলোতে পুলিশ ও আনসার সদস্যদের তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। পুলিশের টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি র‌্যাব, বিজিবি ও ভ্রাম্যমান আদালত কাজ করছেন। এছাড়া রাজধানীর সড়কের যানচলাচলও ছিলো কম।

ভাটারা থানার ওসি মুক্তারুজ্জামান বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলছে। ভাটারায় ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, গত নির্বাচনের চেয়ে এবার বেশি র‌্যাব সদস্য মাঠে থাকবে। ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রে র‌্যাবের বাড়তি নজর থাকবে। প্রতিটি কেন্দ্রে র‌্যাবের নেতৃত্বে একটি করে অফিসারের নেতৃত্বে পেট্রেলিং থাকবে। ঢাকায় পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে, স্ট্রাইকিং ফোর্স থাকবে। কমান্ড বাহিনী ছাড়াও হেলিকপ্টার, বোম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। ২৪ আওয়ার স্পেশাল মনিটরিংয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়