শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায়, পিতা-পুত্রসহ ৩জন নিহত

নুরুল আলম, মিরসরাই : মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রসহ ৩জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট জাফরাবাদ উচ্চ বিদ্যালয় সড়কের মুখে ও সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পৃথক দুটি দুর্ঘটনায় নিহতরা হলো মোটর সাইকেল আরোহী পিতা মজিবুল হক (৪০) ও পুত্র মোঃ মেহেদী হাসান (১৩)। নিহতের বাড়ি উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের বালিয়াদি গ্রামে।

জানা গেছে, নিহত মজিবুল হক তার ছেলেকে নিয়ে বড়দারোগাহাট বাজার থেকে ব্যবহত মোটরসাইকেল যোগে ( নং চট্টমেট্রো- ৫৬২২ ) বাড়ি যাচ্ছিলো। বাজার থেকে সামান্য দুরে যাওয়ার পর দ্রুতগামী অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেকে মোটরসাইলে থেকে ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলে পিতা-পুত্র মারা যায়। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে গেছে। সুফিয়া রোডে নিহত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (২৮)। সে মুন্সিগঞ্জ জেলার ধোবরা পইসা গ্রামের মো. আনমান খাঁর ছেলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুফিয়া রোড় এলাকায় চলন্ত একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে গেলে চালক এই দুর্ঘটনায় নিহত হয়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ শফিকুর রহমান জানান, বড়দারোগাহাট এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা পৌছানোর আগে স্বজনরা নিহত পিতা-পুত্রের লাশ বাড়ি নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে মোটরসাইকেল কোন দ্রুতগতির গাড়ির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়