শিরোনাম
◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার ◈ ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত? ◈ ইসির চিঠিতে ‘আমজনতার দল’-এর নিবন্ধন না দেওয়ার নয় কারণ প্রকাশ ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ‌কে ৩ রা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ সমতায় নিউ‌জিল‌্যান্ড  ◈ এবার কোচ হ‌য়ে জাতীয় দলের ড্রেসিং রু‌মে রোমাঞ্চিত আশরাফুল ◈ ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে : তারেক রহমান ◈ পদ না ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায়, পিতা-পুত্রসহ ৩জন নিহত

নুরুল আলম, মিরসরাই : মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রসহ ৩জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট জাফরাবাদ উচ্চ বিদ্যালয় সড়কের মুখে ও সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পৃথক দুটি দুর্ঘটনায় নিহতরা হলো মোটর সাইকেল আরোহী পিতা মজিবুল হক (৪০) ও পুত্র মোঃ মেহেদী হাসান (১৩)। নিহতের বাড়ি উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের বালিয়াদি গ্রামে।

জানা গেছে, নিহত মজিবুল হক তার ছেলেকে নিয়ে বড়দারোগাহাট বাজার থেকে ব্যবহত মোটরসাইকেল যোগে ( নং চট্টমেট্রো- ৫৬২২ ) বাড়ি যাচ্ছিলো। বাজার থেকে সামান্য দুরে যাওয়ার পর দ্রুতগামী অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেকে মোটরসাইলে থেকে ছিটকে সড়কে পড়ে যায়। ঘটনাস্থলে পিতা-পুত্র মারা যায়। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে গেছে। সুফিয়া রোডে নিহত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন (২৮)। সে মুন্সিগঞ্জ জেলার ধোবরা পইসা গ্রামের মো. আনমান খাঁর ছেলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সুফিয়া রোড় এলাকায় চলন্ত একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের জমিতে উল্টে গেলে চালক এই দুর্ঘটনায় নিহত হয়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ শফিকুর রহমান জানান, বড়দারোগাহাট এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা পৌছানোর আগে স্বজনরা নিহত পিতা-পুত্রের লাশ বাড়ি নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে মোটরসাইকেল কোন দ্রুতগতির গাড়ির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়