শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে মানবিক সহায়তা দেয়ার কৌশল চালু করেছে সুইজারল্যান্ড

সিরাজুল ইসলাম : ক্যান্সার ও অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের রোগীরা এ সহায়তা পাবেন। বিবিসি
যুক্তরাষ্ট্র বলছে, এ সহায়তার অপব্যবহার ঠেকাতে ইরানের শাসন ব্যবস্থাকে কঠোর অধ্যাবসায় করতে হবে। মানবিক সহায়তা যুক্তরাষ্ট্রের অবরোধের বাইরে। তবে বিদেশি ব্যাংকগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত থাকতে হবে।
সুইস সরকার বলছে, নতুন সহায়তার কৌশল হলো তার দেশের কোম্পানিভিত্তিক। সুইস ব্যাংকের মাধ্যমে নিরাপদ নিশ্চিত করে পণ্য পাঠানো হবে। আর ইরান সেটার গ্যারান্টি নিশ্চিত করেছে।
এ প্রক্রিয়ায় সুইজারল্যান্ড ইরানি জনগণকে কৃষি পণ্য, খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীতে সহায়তা করছে। সুইজারল্যান্ড এভাবেই মানবিক সহায়তার ঐতিহ্য ধরে রেখেছে। এক বিবৃতিতে দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে, এ সহায়তা লেনদেন অবরোধ ভাঙ্গবে না। রপ্তানীকারক ও অংশগ্রহণকারী ব্যাংকগুলো ইরানের সঙ্গে তাদের ব্যসসায়িক কার্যক্রমের তথ্য সরবরাহ করবে।
পরীক্ষামূলকভাবে ক্যান্সার ও অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের ওষুধের জন্য ২.৫৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি চালান ছাড় করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বলছে, ইরানের মানবিক সহায়তার জন্য এ পদ্ধতিতে লেনদেন একটি মডেল।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মনচিন বলেন, এ লেনদেন পদ্ধতির ওপর ওয়াশিংটনের ওপর পূর্ণ আস্থা রয়েছে। এটা ইরানের জনগণের জন্য মানবিক সহায়তার পণ্য সরবরাহ বাড়াবে। মানবিক সহায়তার লেনদেন অবরোধের মধ্যে বৈধ। তারা কোম্পানিগুলোকে এ ধরণের মানবিক সহায়তার লেনদেনের কৌশলকে উৎসাহ দিয়ে থাকেন।
২০১৮ সালের মে মাসে পারমানবিক চুক্তি থেকে বের হয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরপর দেশটির ওপর আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়