বাংলা ট্রিবিউন : চীনের উহান থেকে ৩৭০ জন বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে ১৫ জন সেখানেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সমাপনী অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।
তিনি বলেন, ‘২২টি প্রতিষ্ঠানের ৩৭০ জন নিবন্ধন করেছেন। উহান থেকে তাদের বাসে করে বিমানবন্দরে আনতে হবে। আমরা আজ আলোচনা করেছি যে ৩৭০ জন হলে আমাদের ৪১৯ জনের বাণিজ্যিক বিমান আছে, চীন সরকার তারিখ জানালে সেটি আমরা পাঠিয়ে দেবো।’
তবে তিনি বলেন, ১৫ জন ছাত্র-ছাত্রী সেখানে থেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কারণ, তাদের ধারণা দেশে ফেরত আসার পরে কোনও অসুখ হলে বড় ঝুঁকি তৈরি হতে পারে।
ফেরত আসার ঝুঁকি স্বীকার করে তিনি বলেন, ‘যারা আসবে হাসপাতালে তাদের বিশেষ ব্যবস্থায় আলাদাভাবে রাখা হবে। আমাদের এত সুযোগ নেই।’
চীনে কোনও ভ্রমণ নিষেধাজ্ঞা নেই বা বিমান চলাচল স্থগিত করার কোনও পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, ‘যারা আসবে তাদের নাম ঠিকানা নিয়ে রাখছি, যাতে করে কোনও অসুখ হলে তাদের চিহ্নিত করা সহজ হয়।’