শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উহান থেকে আসতে চান ৩৭০ বাংলাদেশি, থাকতে চান ১৫ জন

বাংলা ট্রিবিউন : চীনের উহান থেকে ৩৭০ জন বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে ১৫ জন সেখানেই থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের সমাপনী অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

তিনি বলেন, ‘২২টি প্রতিষ্ঠানের ৩৭০ জন নিবন্ধন করেছেন। উহান থেকে তাদের বাসে করে বিমানবন্দরে আনতে হবে। আমরা আজ আলোচনা করেছি যে ৩৭০ জন হলে আমাদের ৪১৯ জনের বাণিজ্যিক বিমান আছে, চীন সরকার তারিখ জানালে সেটি আমরা পাঠিয়ে দেবো।’

তবে তিনি বলেন, ১৫ জন ছাত্র-ছাত্রী সেখানে থেকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কারণ, তাদের ধারণা দেশে ফেরত আসার পরে কোনও অসুখ হলে বড় ঝুঁকি তৈরি হতে পারে।

ফেরত আসার ঝুঁকি স্বীকার করে তিনি বলেন, ‘যারা আসবে হাসপাতালে তাদের বিশেষ ব্যবস্থায় আলাদাভাবে রাখা হবে। আমাদের এত সুযোগ নেই।’

চীনে কোনও ভ্রমণ নিষেধাজ্ঞা নেই বা বিমান চলাচল স্থগিত করার কোনও পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, ‘যারা আসবে তাদের নাম ঠিকানা নিয়ে রাখছি, যাতে করে কোনও অসুখ হলে তাদের চিহ্নিত করা সহজ হয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়