মশিউর অর্ণব: বৃহস্পতিবার ফাঁসি স্থগিতের আবেদন জানিয়ে অক্ষয় সিংয়ের করা কিউরেটিভ পিটিশনটি খারিজ করে দিয়েছে দিল্লির পাতিয়ালা আদালত। তবে এখনও রাষ্ট্রপতির কাছে অক্ষয়ের প্রাণভিক্ষার আবেদন জানানোর সুযোগ থাকায়, পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারিতে আদৌ নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসি কার্যকর হবে কিনা, সেই বিষয়টি এখনও পর্যন্ত প্রশ্নবিদ্ধই থেকে গেলো। এনডিটিভি
পাশাপাশি, বুধবার রাতে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়ে ধর্ষক বিনয় শর্মা প্রশ্ন তোলেন, বিচার চলাকালীন সময়ে সংশোধনাগারে প্রতিনিয়তই অনুশোচনায় মরার পরেও কেনো তাকে আবারও ফাঁসি দেয়া হবে। এর আগে ধর্ষক মুকেশ শর্মার প্রাণভিক্ষার আবেদন প্রত্যাখ্যান করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
একের পর এক ফাঁসি কার্যকরের দিন পিছিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে ভারতের আইনি ব্যবস্থা। সমাজকর্মী এবং নির্ভয়ার পরিবারের সদস্যরা এই বিষয়গুলোকে আসামিদের ‘মৃত্যুদণ্ড পিছনোর কৌশল’ বলে মন্তব্য করেছেন।