ইয়াসিন আরাফাত : বুধবার দৈনিক ঢাকা ট্রিবিউন ও আইআরআই আয়োজিত ‘মেয়র বিতর্ক ২০২০’ অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম এবং বিএনপির তাবিথ আওয়াল। অনুষ্ঠানটি প্রচারিত হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এ।
আতিকুল ইসলাম বলেন, মেয়র থাকাকালীন সময় স্বল্পতার কারণে সব কাজ সময়মত শেষ করা সম্ভব হয়নি। আবার নির্বাচিত হলে অসম্পূর্ণ কাজগুলো শেষ করার পাশাপাশি ঢাকাকে নতুন করে ঢেলে সাজাবেন।
তিনি বলেন, যানজটমুক্ত, নারীবান্ধব, মশামুক্ত ও বাকি সকল নাগরিক সুবিধাসম্পন্ন বিশুদ্ধ বাতাসের ঢাকা জনগণকে উপহার দিতে চান তিনি।
বিএনপি প্রার্থী তাবিথ আওয়াল বলেন, দূষিত পানি, বায়ুদূষণ, শব্দদূষণ- সব মিলিয়ে ঢাকার মানুষ দিন দিন স্লো পয়জনিং এর শিকার হচ্ছে। বিগত সময়গুলোতে তারা নাগরিক সুবিধা পায়নি। ডেঙ্গু সমস্যার কোন সুষ্ঠু সমাধান পায়নি। বিশুদ্ধ পানির অভাব রয়েছে। অগ্নি দুর্ঘটনা, যানজট ও সড়ক দুর্ঘটনা আগের চেয়ে বেড়েছে।
তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলবেন। ঢাকাকে বিশ্ব দরবারে পরিচিত করানোর জন্য ধর্মীয় ট্যুরিজম এলাকা হিসেবে গড়ে তোলা হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব