মশিউর অর্ণব: ইরানের কুদস বাহিনীর শীর্ষ জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন তিনি। পাশাপাশি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর বক্তব্যের সঙ্গেও তিনি একমত বলে জানিয়েছেন। সিএনএন
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ‘সিরিয়া এবং ইরাকে যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়া হয়েছিল, তার বিরুদ্ধেই মূলত লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন জেনারেল কাসেম সোলায়মানি। আমেরিকা নিজেদের আত্মরক্ষার জন্যই বৈধভাবে জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করেছে।’
তিনি আরও বলেন, ‘জেনারেল সোলায়মানির হত্যার পরেও আমি ইরানের আচরণে তেমন কোনও পরিবর্তন দেখছি না। ইরানের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে, সেগুলোও ইতিবাচক নয়। তবুও আমি তাদের প্রতি পুনরায় আহ্বান জানাচ্ছি, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার মতো আচরণই তারা করবেন।’