হারুনুর রশীদ : সোমবার রাত ৯টার দিকে শহরের হ্যাপিরমোড় চত্ত্বরের চতুর্থ শ্রেণির কর্মচারী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নাছির উদ্দিন রাঙামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, কয়েকদিন আগে মো. নাছিরকে দল থেকে স্থায়ী বহিষ্কার করে রাঙামাটি পৌর যুবলীগ। এর প্রতিবাদে ২২ জানুয়ারি এক সংবাদ সম্মেলন করেন নাছির।
হাসপাতালে চিকিৎসাধীন আহত নাসির বলেন, হ্যাপির মোড় হয়ে নিউ মার্কেট যাওয়ার পথে ক্লাবের সামনে থেকে ইকবালের অনুসারী আরিফ নামের যুবলীগ নেতা আমাকে পেছন থেকে ডাকে। তখন সঙ্গে সঙ্গেই দা, কিরিচ দিয়ে আমাকে কোপায় ওরা। অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগ সভাপতি আবদুল জব্বার সুজন, আরিফ, মিজান ও দীপংকরকে চিনতে পারি।
রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, গুরুতর আহত নাছিরের অবস্থার অবনতি দেখে পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই নাছিরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত থানায় অভিযোগ দেয়া হয়নি। সম্পাদনা : মুরাদ হাসান