আসিফুজ্জামান পৃথিল: মঞ্জুর পশতুন আর তার পশতুন প্রোটেকশন মুভমেন্ট এর অন্য ৯ কর্মীকে পেশোয়ার থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি
কয়েকদিন আগে মঞ্জুর এর নেতৃত্বে কয়েক হাজার মানুষ পাকিস্তানের বিভিন্ন শহরে সেনাবাহিনী বিরোধী বিক্ষোভে সামিল হয়েছিলেন। এক দলের আরেক নেতা জানান, শুধুমাত্র মানবাধিকারের দাবি জানানোয় পশতুন সাজা পাচ্ছেন। তবে পাকিস্তান সেনাবাহিনী বলছে এ অভিযোগ সত্য নয়। মঞ্জুর পশতুন একজন সাবেক পশু চিকিৎসা ছাত্র। তিনি পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। দেশটির রাজনীতিবীদরা কখনই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন না।
গ্রেপ্তারের আগে মঞ্জুর বিবিসিকে বলেন, ‘আমার এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলার সাহস অর্জন করতে ১৫ বছরের বেশি লেগে গেছে। সেনাবাহিনী আমাদের সাংবিধানিক অধিকারে বাধাপ্রয়োগ করছে। তারা জঙ্গীদেরও নিয়মিত সহায়তা করে যাচ্ছে।’এক পশতুন কিশোরের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে এই আন্দোলন শুরু করেন মঞ্জুর পশতুন।
এই আন্দোলনের দাবি ছিলো, পাকিস্তান সেনাবাহিনী যে মানবাধিকার লঙ্ঘন করছে, সেটিকে অবশ্যই জবাবদীহিতার আওতায় আনতে হবে।