শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ৯৯৯ এ কল দিয়ে ধর্ষণ থেকে রক্ষা পেলো এক তরুণী

রাজু চৌধুরী : এ ঘটনায় রনি দত্ত (২৩), মো. জোবায়ের (২৮) এবং নেয়ামতকে (৩৮) আটক করেছে পুলিশ। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩ টার দিকে পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাত ২টা ৫৬ মিনিটে ভীত, সন্ত্রস্ত ও উদ্বিগ্ন একজন তরুণী ৯৯৯-এ ফোন করে জরুরি পুলিশি সহায়তা চান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে পতেঙ্গা থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেয়া হয়। সংবাদ পেয়ে পতেঙ্গা থানার এসআই সুমন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান।

তরুণী জানান, চাকরির সন্ধানে চট্টগ্রাম এসেছিলেন তিনি। পরে ইয়াসমিন আক্তার নামে একজনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে চাকরি দেয়ার কথা বলে কাঠগড়ে তার বাসায় নিয়ে যান তিনি। সেখানে তাকে আটকে রাখা হয়েছিল পতিতাবৃত্তি করানোর জন্য।

এ বিষয়ে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জানান, কাঠগড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৭ বছর বয়সী ওই তরুণীকে উদ্ধার করা হয়। এসময় চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়