শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যত কাজে ব্যবহার করা যায় ব্যবহৃত টি-ব্যাগ

নিউজ ডেস্ক : চা অপছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে। আর ব্যস্ত দিনের মাঝে এক কাপ চা যেনো ক্লান্তি মেটায় সারা শরীরের। সময় বাঁচাতে আজকাল আমরা অনেকেই টি-ব্যাগ দিয়ে চা বানিয়ে খাই। আর চা শেষ করে ফেলে দেই ব্যবহৃত টি-ব্যাগটি। কিন্তু আমরা জানিনা এই ব্যবহৃত টি-ব্যাগ অনেক কাজে আসতে পারে। যেমন চোখের নিচের ডার্ক সার্কেল কমাতে‚ চোখের ফোলা কমাতে‚ ছোট-খাটো পোড়া সারাতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে আপনি ব্যাবহার করতে পারেন ব্যবহৃত টি-ব্যাগ। সময়ের আলো

বিউটি ট্রিটমেন্টের পাশাপাশি আরো বহু কাজে আসতে পারে এটি। তাই জেনে রাখা ভাল ব্যবহৃত টি-ব্যাগের নানা ব্যবহার।

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে টি ব্যাগ ফ্রিজে রেখে দিন।

চা পাতায় থাকা ট্যানিন ও ক্যাফিন চোখের ফোলা ভাব কমায়। দূর করতে পারে ডার্ক সার্কেলও। টি ব্যাগ বরফ পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর টি ব্যাগ চোখের ওপর ধরে থাকুন মিনিট দশেক। প্রতিদিন ঘুমানোর আগে এটি করতে পারলে সপ্তাহ দুয়েকের মধ্যেই ডার্ক সার্কেল কমবে অনেকটা।

চায়ের লিকার ট্যান তাড়াতে পারে। কড়া লিকারে তুলা ভিজিয়ে সেটি রোদে পোড়া ত্বকে চেপে রাখুন। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া ত্বকের জ্বালা ও কালচে ছোপ দুই-ই কমবে।

টি ব্যাগ থেকে চা পাতা সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে পারেন। দারুণ জৈব সারের কাজ করবে এটি।

ব্যবহার করা হয়ে গেছে এমন টি ব্যাগ রোদে একটু শুকিয়ে নিলেই ভালো স্ক্রাবার হিসেবে কাজ করতে পারে। শুকনো টি ব্যাগের সঙ্গে গোলাপজল যোগ করে নিন স্ক্রাবার হিসেবে ব্যবহারের আগে।

ত্বক খুব তেলতেলে হয়ে গেলেও সহায় হবে চায়ের লিকার। লিকারে একটু লেবুর রস মিশিয়ে নিয়ে টোনারের মতো ব্যবহার করুন। ত্বকের তেলাভাব কাটিয়ে ঝরঝরে হয়ে উঠবে ত্বক।

হাত থেকে পেঁয়াজ অথবা রসুনের তীব্র গন্ধ দূর করতে ব্যবহৃত টি ব্যাগ হাতে ঘষে নিন বারকয়েক।

শ্যাম্পু করার পর ভালো করে চুল ধুয়ে সব শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন। চুল ঝলমলে হবে।

থালা-বাসন থেকে দাগ উঠছে না? গরম পানিতে কয়েকটি টি ব্যাগ দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পরিষ্কার করুন। উঠে যাবে দাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়