মাসুদ আলম : রাজধানীর ভাটারায় শিশু ধর্ষণ মামলার তিন আসামিকে রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলো- মো. কবির (১৯), মাইরুল (১৫) ও মাহাবুর (১৪)। তিনজনই পরিচ্ছন্ন কর্মী।
ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, গত ৯ জানুয়ারি রাতে শিশুটিকে ভাটারা ফাঁসেরটেক এলাকা থেকে ধর্ষকরা নিয়ে যায়। পরদিন সকালে তাকে ফাঁসেরটেক মোড়ে কান্নারত অবস্থায় দেখতে পায় স্থানীয় জনতা। পরে ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে চারজনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গত ২৩ জানুয়ারি রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে বাকি দুইজনকে শনিবার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
শিশুটিকে তিনজন মিলে ধর্ষণ করেছে বলে স্বীকার করে। শিশুটি পরিবারে সঙ্গে ছোলমাঈদ ঢালী এলাকায় বসবাস করে। শিশুটির মা গৃহকর্মীর কাজ করেন।