মিনহাজুল আবেদীন: নির্বাচন কমিশন সিটি নির্বাচনে প্রার্থীদের কোনো অভিযোগের সমাধান করছে না, বরং এ ব্যপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তারা শক্তভাবে বিষয়গুলো হ্যান্ডেল করার কথা বললেও এটা তাদের এজেন্ডাতেই নাই।
রোববার বিবিসি বাংলাকে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিনিয়ত আমাদের নেতাকর্মী এবং কাউন্সিলরদের উপর হামলা করছে, জনসমাবেশ করতে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করছে, ফুটপাতের উপর অফিস বসিয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে, অতিরিক্ত মিউজিকের পাশাপাশি মাইক ব্যবহার করে পরিবেশ দূষণ করছে, এতে ইসির কোনো মাথাব্যথা নেই।
তিনি আরও বলেন, দ্রæত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দরকার, পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, ইসিকে আরও সচেতন হতে হবে। সম্পাদনা: রাশিদ